রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই এক দফায় ভোট। আর তার আগে মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন রাত ন’টা পর্যন্ত নির্বাচন কমিশন প্রত্যাহার সংক্রান্ত চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেনি।
তবে বিকেল পর্যন্ত কমিশন সূত্রে যা জানা গিয়েছে তাতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা কাছাকাছি। মনোনয়ন প্রত্যাহারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তারা ১৫০৩টি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। এরপর যথাক্রমে রয়েছে তৃণমূল (১১০৭), সিপিএম (১০০৬), নির্দল (৬৭০), কংগ্রেস (৩৮৩)।