স্ক্রুটিনি পর্ব থেকেই একের পর এক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে শুরু করেছিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। কোথাও, তৃণমূল, কোথাও সিপিএম, কোথাও বিজেপি প্রার্থীরা জিতেছেন ভোট হওয়ার আগেই। বীরভূমের দুবরাজপুরেও তেমনই বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন। আর তারপরই হঠাৎ করে দল বদলে তিনি চলে গেলেন তৃণমূলে। এক আসনে জিতে বিজেপি কর্মী-সমর্থকেরা সবে বিজয় উৎসব করবেন ভেবেছিলেন। কিন্তু তার আগেই স্বপ্ন চুরমার করে দিলেন গেরুয়া শিবিরের ওই প্রার্থী।
ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭ নম্বর পঞ্চায়েত সমিতি আসনে। বিজেপির হয়ে জেতার পরই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন লক্ষ্মী মুর্মু। তারপর সবুজ আবির মেখে কর্মীদের সঙ্গে বিজয় উৎসবও পালন করেন। কেন এমন নাটকীয় পট পরিবর্তন? লক্ষ্মী নিজে বলছেন, স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি। কেউ জোর করেননি। হুমকিও দেননি।
মঙ্গলবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেখানেই একেবারে শেষ মুহূর্তে ওই আসনের সিপিএম প্রার্থী নাম প্রত্যাহার করে নেন। বাতিল হয়ে যায় তৃণমূল প্রার্থীর মনোনয়নও। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। এরপরই রাতারাতি দলবদল করে তৃণমূলে যোগ দেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই তিনি তৃণমূলে এলেন। মঙ্গলবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের কোর কমিটির সদস্যরা।