আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে আগামী ২৩ জুন বিহারের পাটনায় রয়েছে হাইভোল্টেজ বৈঠক। দেশের সমস্ত বিরোধী দল সেখানে বৈঠকে বসতে চলেছে বলে খবর। আর সেই বৈঠকের আগেই সৌজন্যের আবহ। জন্মদিন উপলক্ষে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পা রেখেছেন রাজীব-তনয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ টুইট করে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
টুইটে তিনি লিখেছেন, ‘জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, রাহুল গান্ধীজি। আপনার সুস্বাস্থ্যের কামনা করি। সামনের বছর দুর্দান্ত কাটুক।’ আগামী ২৩ জুন পাটনায় বিরোধী জোটের বৈঠক। তার আগে মমতার এই শুভেচ্ছাবার্তাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। বস্তুত, পাটনার বিরোধী বৈঠকের কেন্দ্রবিন্দু হতে চলেছেন মমতাই। আগামী শুক্রবার আলোচনার জন্য তিনি কী কী বিষয় উত্থাপন করেন, সে দিকেই চোখ রয়েছে সকলের। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে যাতে আর বিজেপি ক্ষমতা দখল করতে না পারে তার জন্য মমতা কি ফর্মুলা দেবেন এবং বিরোধীরা কীভাবে একজোট হয়ে চলবেন, সেই রূপরেখা তৈরির জন্য কীভাবে এগনোর কথা বলবেন, সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।