আগামী শুক্রবার পাটনায় বসতে চলেছে বিরোধী দলগুলির মহাসমাবেশ। সেই বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার। শুক্রবারের বৈঠকের তিনদিন আগে আজ শুক্রবার একপ্রকার তড়িঘড়ি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে চেন্নাই যাচ্ছেন।
নীতীশের এই চেন্নাই সফর নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আমন্ত্রণে নীতীশ চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে স্ট্যালিন দেশের অনেক নেতা, মুখ্যমন্ত্রীকেই মঙ্গলবার নিজের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন। স্ট্যালিনের বাবা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির মূর্তি আজ তাঁর পৈত্রিক শহর তিরুবুরুরে উম্নোচন করা হবে।
শুক্রবারের বৈঠকে কংগ্রেস কী ভূমিকা নেবে তা নিয়ে নীতীশ ক্যাম্প সন্দিহান। বিহারের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন, তাঁর নিজের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিন্দুমাত্র প্রত্যাশা নেই। তিনি শুধু চাইছেন বিরোধীদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে তুলতে। পাটনার বৈঠকের পর চেন্নাইতে জুলাইয়ের মাঝামাঝি পরবর্তী বৈঠক করার ভাবনাও আছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী চাইছেন, পাটনার সম্মেলন থেকেই বিরোধী মঞ্চের বোঝাপড়ার সূত্র তৈরি করে দিতে যা পরবর্তী বৈঠকগুলিতে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।