বর্তমানে দেশের বিভিন্ন ধর্মের মানুষের রীতিনীতি অনুযায়ী আলাদা বিধি চালু আছে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার-সহ কিছু বিষয়ের নিষ্পত্তি বিভিন্ন ধর্ম, জাতি ও উপজাতিদের মধ্যে প্রচলিত নিজস্ব আইন ও বিধি অনুযায়ী হয়ে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই দেশের বহুত্ববাদকে ধাক্কা দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায় মোদী সরকার।
যা চালু হলে সব ধর্ম, জাত ও সম্প্রদায়ের মানুষের জন্য একটাই নিয়ম হবে। কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মুসলিমদের অন্যতম শীর্ষ সংগঠন জমিয়তে উলেমা হিন্দের। তাদের মতে, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর মানে ধর্মীয় স্বাধীনতা হরণ করা। আইনি লড়াইয়ের মাধ্যমে মোদী সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন রুখে দেওয়া হবে বলে সোমবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। তাদের দাবি, ‘অভিন্ন দেওয়ানি বিধি চালু সংবিধানের ২৫ ও ২৬ নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় ও মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী। সব ধর্মের জন্য একই আইন চালু মানে ধর্মীয় স্বাধীনতা হরণ করা। ফলে এমন সর্বনাশা সিদ্ধান্তের প্রতিবাদ চলবে।’