বাঙালির প্রিয় সৈকত শহরের আকর্ষণ আরও বাড়াতে পুরীর মতই বড় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দিঘায়। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো জগন্নাথ মন্দিরটি তৈরি করছে। এর উদ্বোধন কবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, মঙ্গলবার কলকাতায় ইসকনের ৫২তম রথযাত্রার সূচনা করে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন যে, ‘জগন্নাথদেব অনুমতি দিলে আগামী বছর দিঘাতে রথযাত্রা হতে পারে।’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরীর দৈত্যাপতি আমাকে ফোন করেছিলেন। বললেন যে উনি রথে চড়ছেন। আমাদের মঙ্গলকামনায় পুজো দেওয়ার কথা জানিয়েছেন উনি। আমি বলললাম, যদি জগন্নাথদেব পারমিশন দেন তবে আগামী রথযাত্রা দিঘাতে যে আমরা বিরাট মন্দির তৈরি করছ সেখানেই হতে পারে।’
নিউ দিঘা স্টেশনের কাছে ভগীব্রহ্মপুর মৌজার উপর তৈরি করা হচ্ছে জগ্ন্নাথদেবের মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। উচ্চতাও হচ্ছে পুরীর মন্দিরের সমান। প্রায় ৬৫ মিটার। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মন্দিরের নকশা তৈরি হয়। মন্দিরের কাজও অনেকটা এগিয়েছে। হিডকোর তদারকিতে শুরু হয়েছে মন্দিরের। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথরে ২০ একর জমির উপর হিডকো এই মন্দিরটি তৈরি করছে। সূত্রের খবর, আগামী বছরের বড়দিন আসার আগেই দিঘার এই জগন্নাথ মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে।
ইসকন আয়োজিত এ বছরের রথযাত্রার থিম মানসিক শান্তি। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনাতেই এই উদ্যোগ ইসকন কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রীও তাঁর উদ্বোধনী ভাষণে করমণ্ডলের মৃতদের আত্মার শান্তি প্রার্থনা করেছেন।