সম্প্রতি দেশ জুড়ে মুক্তি পেয়েছে রামায়ণের উপর ভিত্তি করে তৈরি ‘আদিপুরুষ’ ছবিটি। বিশাল বাজেটের ছবি হলেও এর হাস্যকর ভিএফএক্স এবং দুর্বল চিত্রনাট্যের জন্য মুক্তির পর থেকেই নেটিজেনদের কটাক্ষ-ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে ‘আদিপুরুষ’কে। দর্শকরাও সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন ছবিটিকে। এরই মধ্যে সোমবার, লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বিক্ষোভ দেখান কিছু লোকজন। ছবির স্ক্রিপ্ট রাইটার মনোজ মুনতাশির শুক্লার কুশপুত্তলিকা পোড়ানো হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন সমাজবাদী পার্টি কর্মীকে আটক করে পুলিশ।
তবে বিক্ষোভ শুধু লখনউতেই সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের খবর মিলেছে। জানা যাচ্ছে, অযোধ্যা, বারাণসীতেও চলে প্রতিবাদ। অযোধ্যায় বিক্ষোভকারীরা ‘আদিপুরুষ’ ছবিতে নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন। বারাণসীতে ছবির পোস্টার ছিঁড়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। হিন্দু মহাসভার তরফে আদিপুরুষ নির্মাতা এবং অভিনেতাদের বিরুদ্ধে লখনউ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আবার অযোধ্যার বিক্ষোভকারীদের দাবি, আদিপুরুষ ছবিটি হিন্দুধর্ম এবং এর সংস্কৃতির বিরুদ্ধে একটি বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসাবে তৈরি করা হয়েছে।