সম্প্রতিই ২০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যেই বাতিল ঘোষণা করা ২০০০ টাকার নোট দেশের যে কোনও ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য দেশবাসীকে নির্দেশ দিয়েছিল আরবিআই। কিন্তু প্রবল গরম আর তাপপ্রবাহের মাঝে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে গিয়ে অনেকেরই সেই ২০১৬ সালের নোটবন্দির স্মৃতি ফিরে আসছে। নাগরিকদের সুবিধার্থে এবার এই কাজে এগিয়ে এল অ্যামাজন। ই-কমার্স সংস্থাটির নতুন এই স্কিমের সাহায্যে বাড়ি বসে ২০০০ টাকার নোট বদল করা যাবে। সেই টাকা জমা পড়ে যাবে অ্যামাজন-পে ক্যাশে। কিছুদিন আগেই অ্যামাজন-পে ক্যাশ লোড সিস্টেম নিয়ে এসেছে। এর সাহায্যে ঘরে বসেই ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন গ্রাহকরা। মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে।
পাশাপাশি, যে পরিমাণ টাকা জমা দেবেন গ্রাহকরা, ঠিক সেই পরিমাণ টাকা জমা পড়ে যাবে তাঁদের অ্যামাজন-পে ক্যাশ ওয়ালেটে। তা দিয়ে অনালাইনে কেনাকাটা করা, বিভিন্ন দোকানে কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়া যাবে। এমনকী, সেই টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এবং আত্মীয়-বন্ধুদেরও পাঠানোর সুযোগ দিচ্ছে অ্যামাজন। প্রথমে অ্যামাজন থেকে যে কোনও জিনিস অর্ডার করতে হবে। তবে দেখে যাতে হবে সেই জিনিসটি অ্যামাজন ক্যাশ লোডের জন্য উপযুক্ত কিনা। এরপর সেই অর্ডার ডেলিভারির সময় ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। অর্ডার দিয়ে চেক আউটের সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন বেছে নিতে হবে। অর্ডার নিশ্চিত হওয়ার পর যখন ডেলিভারি বয় সেই অর্ডারটি বাড়িতে দিতে আসবেন, তখন তাঁকে অ্যামাজন পে ক্যাশে টাকা জমা দেওয়ার কথা বলতে হবে। তারপর ২০০০ টাকার নোট সহ তাঁর হাতে পুরো টাকা দিতে হবে। তৎক্ষণাৎ তিনি টাকার পরিমাণ দেখে নিয়ে সমপরিমাণ টাকা অ্যামাজন পে ব্যালান্স অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন। অ্যামাজন অ্যাপে সঙ্গে সঙ্গেই ব্যালান্স দেখে নিশ্চিত হতে পারবেন গ্রাহক।