বড়সড় বিপাকে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার জনৈক তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। তৃণমূল কর্মী রাজু নস্করের মৃত্যুর ঘটনায় তাঁর জামাই ঋত্বিক নস্কর কাশিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে বিধায়ক নওশাদের নামে মামলা দায়ের করে কাশিপুর থানার পুলিশ। ২৮৫/২৩ সহ আরও কয়েকটি ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র।
উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্বে অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। বৃহস্পতিবার, মনোনয়ন জমার শেষ দিনে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে কেঁপে উঠেছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। খুন হন তিনজন। পাশাপাশি ওইদিনই তৃণমূল কর্মী রাজু নস্করের দেহ মেলে। সেই ঘটনায় সোমবার, কাশিপুর থানায় এফআইআর দায়ের করেন নিহত রাজুর জামাই ঋত্বিক।