রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সব দলই। এই আবহেই এবার একই পরিবার থেকে ভোটে দাঁড়ালেন বাবা ও ছেলে। তবে মজার বিষয়, বাবা এবং ছেলে দাড়িয়েছেন দুই যুযুধান দলের হয়ে। বাবা অসীম বাগ দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থীর হয়ে। একই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন ছেলে গোপাল বাগ। পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকে এই বাবা ছেলে জুটি দাঁড়িয়েছেন মুখোমুখি। স্বাভাবিক ভাবেই এর ফলে কাকে ভোট দেবেন সেই নিয়ে ধন্দে পড়েছেন গোপাল অসীমের পরিবারের লোকজন।
তবে বিজেপি প্রার্থী বাবা সমর্থন জানাচ্ছেন তাঁর ছেলেকেই। তিনি জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে তিনি জানতেন না যে তাঁর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে নিজের ছেলেকেই। ফলে, মনোনয়ন পত্র প্রত্যাহার করার সম্ভাবনার কথাও জানিয়েছেন অসীম বাগ। দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত গোপাল বাগ। ফলে, পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া যে একরকম নিশ্চিত তা আগেই আন্দাজ করেছিলেন অনেকেই। তবে ছেলের বিরুদ্ধেই যে বাবাকে প্রার্থী করা হবে তা ভাবতে পারেননি কেউই। ছেলে গোপাল বাগ বলছেন, পরিবারের লোকজন হয়তো তাঁর দিকেই ঝুঁকে থাকবেন।