প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য, প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলি নিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি পরিকল্পিতভাবে সেগুলিকে কর্মী শূন্য করে তুলেছেন যেগুলি একটা সময় দেশের বেকারদের চাকরির প্রধান গন্তব্য ছিল।
পরিসংখ্যান দিয়ে রাহুলের দাবি, নরেন্দ্র মোদীর সরকারের বিগত নয় বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় দু লাখ পদ বিলোপ করা হয়েছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর আসল উদ্দেশ্য রুগণ সংস্থায় পরিণত করে প্রতিষ্ঠানগুলি বেসরকারি কোম্পানির হাতে বেচে দেওয়া। কংগ্রেস নেতার কটাক্ষ, ‘কী বিচিত্র অমৃতকাল!’
রাহুলের হিসাব, ২০১৪-তে মোদী ক্ষমতাসীন হওয়ার সময় রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী সংখ্যা ছিল ১৬ লাখ ৯০ হাজার। এখন তা কমে হয়েছে ১৪ লাখ ৬০ হাজার।
আসলে দেশের রাষ্ট্রায়ত্ত কলকারখানার বেশিরভাগই কংগ্রেসের শাসনামলে গড়ে ওঠে। আবার নয়ের দশকের গোড়ায় কংগ্রেস সরকারের চালু করা উদার অর্থনীতির ধাক্কায় মুখ থুবড়ে পড়ে বহু সরকারি প্রতিষ্ঠান। চালু হয় আগাম অবসর। নরসিংহ রাওয়ের নেতৃত্বাধীন সেই সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ২০০৪-এ তিনিই প্রধানমন্ত্রী হয়ে পরবর্তী দশ বছরে বেশ কিছু রুগণ সরকারি কলকারখানার স্বাস্থ্য ফেরানোর উদ্যোগ নেন। কিন্তু মোদী সরকারের নীতিতে রুগণ রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনের কোনও কর্মসূচি নেই, অভিযোগ কংগ্রেসের।