লোকসভা ভোটের আগেই রাজস্থানে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়েই দিল্লি ও পাঞ্জাব জয়ের পর এবার মরুরাজ্যে নির্বাচনী ‘মিশন’ শুরু করেছে আম আদমি পার্টি। এবার রাজস্থানে প্রচারে এসে গেহলট সরকারকে বেনজির আক্রমণ করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শ্রীগঙ্গানগরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা শচীন পাইলট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। গেহলট-রাজের সম্পর্ককে ভাই-বোনের সম্পর্ক বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
কেজরিওয়াল বলেন, ‘অশোক গেহলট বসুন্ধরা রাজেকে নিজের বোন মনে করেন তাই তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার আগে ১০০ বার ভাবেন।’ তাঁর অভিযোগ, রাজ্যের উন্নয়নের জন্য গেহলট সরকার কিছুই করেনি। একইসঙ্গে বিজেপির বসুন্ধরা রাজের সরকারের দুর্নীতির প্রশ্ন উত্থাপন করে কেজরিওয়াল বলেন, ‘বসুন্ধরা রাজে যখন ক্ষমতায় ছিল, তখন অশোক গেহলটই তাঁর বিরুদ্ধে প্রতিদিন দুর্নীতির অভিযোগ আনতেন। তিনি বলতেন বসুন্ধরা রাজে কেলেঙ্কারি করেছেন। তারপর যখন তাঁর সরকার ক্ষমতায় আসে, তখন দলেরই এক নেতা শচীন পাইলট গেহলট সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন।
বসুন্ধরা রাজেকে কেন গ্রেফতার করা হয়নি সেই প্রশ্নও তোলেন কেজরি। প্রশ্নপত্র ফাঁস ইস্যু নিয়েও গেহলট সরকারকে তুলোধোনা করেন তিনি। সমাবেশ থেকে বিরাট ঘোষণাও করেন আপ সুপ্রিমো। বলেন, ‘ভোট দিন, আম আদমি পার্টির সরকার ক্ষমতায় এলে সকলের জন্য বিনামূল্যে বিদ্যুৎ উপহার দেওয়া হবে। তিনি বলেন, ১০০ ইউনিট নয়, ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে রাজ্যের জনগণকে।’ তাঁর দাবি, ‘দেশের প্রতিটি রাজ্যের কাছেই দিল্লি এবং পাঞ্জাব আজ নির্দশন। আমরা রাজনীতি করতে জানি না, আমরা নোংরামি করতে জানি না, আমরা কারও সমাবেশ নষ্ট করতেও জানি না। আমরা শুধু ভারতকে বিশ্বের এক নম্বর দেশ বানাতে চাই।’