বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম কিছুদিন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু সম্প্রতি রামনবমী থেকে শুরু করে ভোটের হিংসা নিয়ে তাঁর মন্তব্যে ফের রাজ্য-রাজভবনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
ফলস্বরূপ তাঁকে বারবারই নিশানা করছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। এবার যেমন রাজ্যপালের পোশাক নিয়ে তোপ দাগলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি বিস্ফোরক টুইটে রাজ্যপালের পোশাক ও সানগ্লাস কেনা নিয়ে প্রশব লিখেছেন তৃণমূলের মুখপাত্র। এর পাশাপাশি রাজ্যপালের জন্য বরাদ্দ হওয়া অর্থ খরচের অডিট করার দাবি তুলেছেন তিনি। টুইটে কুণাল লেখেন, ‘মহামান্য রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, সানগ্লাস, জুতো কিনেছেন সরকারি টাকায়? উত্তর হ্যাঁ হলে তা অনৈতিক। তাঁর নিজের পোশাক নিজের টাকায় কেনা উচিত। রাজভবনের জন্য বরাদ্দ অর্থের অডিট করা উচিত ঠিকভাবে। যদি এই অভিযোগ ভুল হয় তাহলে আমি ক্ষমা চাইতে প্রস্তুত’।