গত কয়েকদিন ধরেই ক্রমাগত লোডশেডিংয়ের জেরে অতিষ্ঠ শহরবাসী। তীব্র গরমের মাঝেই বারবার লোডশেডিং হওয়ায় প্রবল অসন্তুষ্ট আমজনতা। শ্রীরামপুর, বারাকপুর, দমদম-সহ একাধিক এলাকাতেও একই চিত্র ধরা পড়েছে। আর এই কারণেই ফের রাজ্য বিদ্যুৎ দফতরের ভর্ৎসনার মুখে পড়লেন সিইএসসির আধিকারিকরা। সোমবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসির উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অরূপ বিশ্বাস এবং বিদ্যুৎ সচিব শান্তনু বসু। এক মাসের মধ্যে লোডশেডিংয়ের সমস্যা নিয়ে তৃতীয়বার বৈঠকে বসলেন বিদ্যুৎমন্ত্রী।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে সিইএসসির অধীনস্ত কলকাতা, হাওড়া, শ্রীরামপুর, বারাকপুর, দমদম-সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য বেসরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থাকে তিরস্কার করেন বিদ্যৎমন্ত্রী। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলে দেন, “আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এর পর যেন আর কোনও অভিযোগ আমার কাছে বা আমার দপ্তরের কাছে না আসে।” একই সঙ্গে সমস্যা সমাধানের পথও বাতলে দেন তিনি। সিইএসসি কর্তৃপক্ষকে টেকনিক্যাল টিম এবং ম্যান পাওয়ার বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় যাবতীয় সমস্যা মেটানোর নির্দেশও দিয়েছে রাজ্য সরকার।