এবার মণিপুর নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেসের জয়রাম রমেশ। মণিপুরে হিংসার পরিস্থিতি নিয়ে জয়রাম রমেশ মুখ খুলে ‘মন কি বাত’ এর প্রসঙ্গ তুলে খোঁচা দেন মোদীকে। উল্লেখ্য, মণিপুরে জাতিগত হিংসায় ইতিমধ্যেই ১০০ এরও বেশি জনের মৃত্যু হয়েছে। আর সেই ইস্য়ুতেই সরব হয়েছেন জয়রাম রমেশ।
মণিপুরে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে গত কয়েক সপ্তাহে। তারপর পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় প্রশাসনকে। ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে, মণিপুরে পরিস্থিতি থমথমে থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে তা আসছে। আর মণিপুর ইস্যুতে এবার সরব হলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘ তাহলে আরও একটা মন কি বাত, তবে মণিপুর নিয়ে মৌন’। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এরপর টুইটে খোঁচার সুরে বলেন,’দেশের বিপর্যয় মোকাবিলা নিয়ে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন প্রধানমন্ত্রী, মানব সৃষ্ট বিপর্যয় যার মুখোমুখি মণিপুর, তা নিয়ে কী বলবেন?’
এরপরও একধাপ এগিয়ে জয়রাম রমেশ বলেন, ‘এখনও শান্তি রক্ষার্থে কোনও আবেদন নেই।’ কংগ্রেসের বর্ষীয়ান নেতা এই মন্তব্যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন , তা বলাই বাহুল্য। রমেশ লেখেন, ‘পিএম কেয়ার্স ফান্ড নন অডিটেবল, তবে পিএম (প্রধানমন্ত্রী) কি সত্যিই কেয়ার (যত্ন) নেন মণিপুরের, বাস্তবিক প্রশ্নের নিরিখে?’