ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার-ছুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার ইন্দোনেশিয়া ওপেনে পুরুষদের ডাবলস ফাইনাল জিতলেন তারা। ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইকা জুটিকে স্ট্রেট গেমে হারিয়েছেন সাত্ত্বিক ও চিরাগ। খেলার ফল তাঁদের পক্ষে ২১-১৭, ২১-১৮। প্রসঙ্গত, এবার প্রথম কোনও ভারতীয় জুটি ব্যাডমিন্টনে সুপার ১০০০ প্রতিযোগিতা জিতলেন। তবে এদিন জাকার্তায় ফাইনালের শুরুটা খুব একটা ভাল হয়নি তাঁদের। প্রথম গেমে ৩-০ এগিয়ে যান মালয়েশিয়ার চিয়া-ইকা। তবে তাতে দিশেহারা না হয়ে ধীরে ধীরে খেলায় ফেরেন সাত্ত্বিক-চিরাগ। লম্বা র্যালি করে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেন। একটা সময়ে চার পয়েন্টে এগিয়ে যান। ধরে রাখেন সেই লিড। শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৭ ব্যবধানে জিতে যান সাত্ত্বিক-চিরাগ।
এরপর দ্বিতীয় গেমের শুরুতে সেয়ানে-সেয়ানে লড়াই চলছিল। কেউ কাউকে সহজে পয়েন্ট পেতে দিচ্ছিলেন না। কিন্তু নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১১-৭ এগিয়ে যান সাত্ত্বিকরা। তার পর আর তাঁদের আটকানো যায়নি। চাপে পড়ে ভুল করতে শুরু করেন মালয়েশিয়ার জুটি। লিড বাড়াতে শুরু করেন তাঁরা। ১৮-১২ পয়েন্ট থেকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন চিয়া-ইকা। কিন্তু শেষ পর্যন্ত পারেননি তাঁরা। ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনাল জিতে যান সাত্ত্বিক-চিরাগ। উল্লেখ্য, এর আগে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা। এবার আরও একটি পালক যোগ হল তাঁদের মুকুটে।