ভোট ঘিরে শুক্রবার রাত থেকে তেতে উঠল শীতলকুচি। গভীর রাতে এক তৃণমূল প্রার্থীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের লালবাজারে। লালবাজার গ্রাম পঞ্চায়েতের ২৭৮ নম্বর বুথের সভাপতি খবির হোসেন মিয়া পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন।
অভিযোগ, গভীর রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন খবির মিয়া। সেই সময় সিঁধ কেটে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। খবির হোসেন মিয়ার হাত-পা ও চোখ বেঁধে তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ শীতল কুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপনকুমার গুহর।
সকালে এই খবর জানাজানি হতেই লালবাজার বটতলা এলাকায় পথ অবরোধ শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। অবরোধে নেতৃত্ব দেন তপনবাবু। তিনি বলেন, ‘খবির হোসেন মিয়াকে রাতের অন্ধকারে হাত-পা বেঁধে অমানবিক অত্যাচার করা হয়েছে। ঈশ্বর সহায় থাকায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে’। এই অবরোধ ঘিরে তেতে ওঠে গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। এদিকে দিনহাটার সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে পৌঁছে যান তৃণমূল নেতা উদয়ন গুহ।