তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হল কালিয়াচকে। তিনি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন তিনি। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে।
এদিন দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফেরার সময় আক্রান্ত হন গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাফা। সুজাপুর গ্রাম পঞ্চায়েত থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। জানা গেছে, দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ডাক্তারররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব অবশ্য দাবি করেছে এই খুনের ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। নিজেদের দলের দ্বন্দ্বেই খুন হয়েছেন ওই তৃণমূল প্রার্থী।