আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই কার্যত বোমা ফাটাল তৃণমূল। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র দু’বছরের পুরনো হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস করে দিল তারা। দলের তরফে বলা হয়েছে, আমরা মাঝেমধ্য়েই বলি বিজেপি ভোট কাটার জন্য নানা কাজ করে। এখানে দেখুন লিকড হোয়াটস অ্যাপ চ্যাট। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র মধ্যে। এটা হল ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ের চ্যাট।
প্রসঙ্গত, ফাঁস হওয়া দুটি ছবির মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে, একটি চিঠি লেখা রয়েছে। সিইও ওয়েস্টবেঙ্গলকে লেখা একটি চিঠি। ভাঙর থানার আইসি ও সেকেন্ড অফিসারকে সরানোর কথা বলা হয়েছে সেই চিঠিতে। অপর একটি চ্যাটে তারিখ রয়েছে ৬ মে ২০২১ সালের। সেখানে লেখা রয়েছে, স্যার আপসে বাত করনা হ্যায়। ক্যান আই কল ইউ রাইট নাও। এরপর তার জবাব এসেছে সরি। ইন মিটিং। ল্যাটার অন। যা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পিএ-র হোয়াটস অ্যাপ চ্যাট বলে দাবি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে যোগ আছে আইএসএফের। এমনকী বিজেপির থেকে আইএসএফ টাকা খেয়েছে বলেও দাবি রাজ্যের শাসকদলের।