গুজরাতের জুনাগড় জেলার একাংশের পরিস্থিতি অগ্নিগর্ভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেখানে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মীও। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। শহরের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য, নিহত ব্যক্তি ইটের আঘাতে মারা গিয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত একটি দরগা ভাঙার উদ্যোগ ঘিরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মাঝেভাদি দরওয়াজা এলাকায় পুলিশ একটি দরগার সামনে জড়ো হলে উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষ পুলিশকে কাজে বাধা দেয়। আগাম জানানো হয়েছিল, সরকারি জমির উপর অবস্থিত দরগাটি সরিয়ে নিতে।
পুলিশের দাবি জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। লাঠি চালায়। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৪ জুন। জুনাগড় পুর নিগম দরগা কর্তৃপক্ষকে জানায় জমির কাগজ পত্র জমা করতে। এই নোটিস হাতে আসতেই উত্তেজনা চড়তে থাকে।