এবার তামিলনাড়ুতে গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক এস জি সুরেশ। শনিবার ভোরেই পুলিশ এসে তাঁকে নিয়ে যায় বলে খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চেন্নাই থেকে সুরেশকে গ্রেপ্তার করেছে মদুরাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। মদুরাইয়ের সাংসদ সু ভেঙ্কটেশনের বিরুদ্ধে একটি ‘আপত্তিকর’ টুইট করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, কয়েকদিন আগে মদুরাইয়ে কমিউনিস্ট পার্টির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সুরেশ। তিনি দাবি করেন, এক সাফাইকর্মীকে মলমূত্রে উপচে পড়া একটি ড্রেন পরিষ্কার করতে বাধ্য করেন ওই কাউন্সিলর। তারপরই ভয়ংকর অ্যালার্জিতে সেই সাফাইকর্মীর মৃত্যু হয়। এনিয়ে, কমিউনিস্ট পার্টির সাংসদ ভেঙ্কটেশনকে চিঠি লেখেন সুরেশ। সরব হন টুইটারেও।