পঞ্চায়েত ভোটে তৃণমূলকে বেগ দিতে বহু আগে থেকেই রাম-বামের জোট দেখা যাচ্ছিল মেদিনীপুরের মাটিতে। তবে পরবর্তীকালে বামেরা যেমন জানিয়েছিল তারা বিজেপির হাত ধরতে পারবে না। তেমনি পদ্মশিবিরের তরফেও জোট না গড়েই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়। যদিও বাস্তবে দেখা যাচ্ছে জেলা পরিষদ স্তরে কোনও জোট না হলেও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে বহু এলাকাতেই তৃণমূলের বিরুদ্ধে হাতে হাত মিলিয়েছে রাম-বাম জোট। কিন্তু এর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার খেজুরি ১ ও ২ ব্লকে। সেখানে অভিযোগ উঠেছে বিজেপির সন্ত্রাসে বহু আসনে নাকি প্রার্থীই দিতে পারেনি বামেরা।
প্রসঙ্গত, খেজুরি একসময় ছিল সিপিএমের দুর্গ। তবে পরিবর্তনের পরে সেখানে তৃণমূলের ঝান্ডা উড়েছিল। কিন্তু অধিকারীদের দলবদলের সঙ্গে সঙ্গে খেজুরির বুকেও রাজনৈতিক সমীকরণ বেশ খানিকটা বদলেছে। একুশের ভোটে সেখানে জিতেছে বিজেপি। আর তারপর থেকেই সেখানে বার বার গেরুয়া বাহিনীর বিরুদ্ধে উঠছে সন্ত্রাসের অভিযোগ। এবারের পঞ্চায়েত নির্বাচনেও সেই ছবি বদলালও না। রাজ্যের বহু জায়গায় যখন তৃণমূলকে হারাতে তলে তলে রাম-বাম জোট মাথাচাড়া দিয়েছে ঠিক তখনই বামেদের লড়াই করতে হচ্ছে রামের সন্ত্রাসের বিরুদ্ধেই। অভিযোগ উঠেছে খেজুরির ২টি ব্লকেই বহু আসনে বিজেপির সন্ত্রাসের জেরে প্রার্থীই দিতে পারেনি বামেরা। এমনকি মনোনয়ন দাখিলের পর্বে ডিএসআর কাটার পরেও মনোনয়ন জমা দিতে পারেনি তারা।