কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন শীর্ষ আদালতে যেতে পারে, শুক্রবারই সেই আভাস মিলেছিল৷
সূত্রের খবর, শনিবার ছুটির দিন হওয়ায় ই ফাইলিংয়ের মাধ্যমে সুিপ্রম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন৷
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে৷ নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল হাইকোর্ট৷ সেই অনুযায়ী শনিবার রাত ৮.১৭ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হত কমিশনকে৷ তা না হলে ওই সময়ের মধ্যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ করতে হত৷