বৃহস্পতিবার ছিল মনোনয়নের শেষ দিন। আর তারপর থেকেই আসতে শুরু করেছে সুখবর। এবার যেমন ফলতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত গড়ল তৃণমূল। ফলতা পঞ্চায়েত সমিতিও বিরোধীশূন্য। অবশ্য ফলতা ব্লকের চারটি জেলা পরিষদ আসনে লড়াই করছে বিজেপি ও একটি আসনে লড়াই করছে সিপিআই।
যদিও বিরোধীদের অভিযোগ, তারা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে, তার জন্য শাসকদল এলাকায় ভয়ের পরিবেশ তৈরী করে রেখেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এলাকায় উন্নয়ন এত হয়েছে যেখানে বিরোধীরা লড়াই করার জন্য প্রার্থী খুঁজে না পেয়ে শাসক দলের ওপর দোষ চাপাচ্ছে। উল্লেখ্য, গত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের ধারা এ বারেও বজায় রাখল ফলতা। পঞ্চায়েত সমিতি ও ফলতার ১৫টি গ্রাম পঞ্চায়েত রইল বিরোধীশূন্য।