মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদকে সামনে পেয়েই ঘিরে ধরলেন একদল মহিলা। তাঁর কাছে চাইলেন ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ছবি দেখা গেল বিষ্ণুপুরের বাসস্ট্যান্ডে।
গত শুক্রবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে ইন্দাস, পাত্রসায়র, জয়পুর, কোতুলপুরে মনোনয়ন পত্র জমা দেওয়াকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনেছিলেন সৌমিত্র। এদিন ও সেই একই ইস্যুতে বিষ্ণুপুরে ফের ধরনায় বসেছিলেন তিনি। এরপরেই বিষ্ণুপুরের ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী অনিমা বাউরি নেতৃত্বে কয়েকজন মহিলা সেখানে গিয়ে তাঁকে ঘিরে ধরেন। তাঁরা জানান, প্রায় একবছর ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। আবাস যোজনা সমেত অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়াও বন্ধ রয়েছে। তাই তাঁর কাছেই সুরাহা চাইতে এসেছেন।
বিক্ষোভকারী ময়না ধাড়া বলেন, ‘এখানে মানুষ কাজ পাচ্ছে না। আবাস যোজনার পয়সা পাচ্ছে না। এইভাবে মানুষের কর্মদিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই এমপির কাছে টাকা চাইতে এসেছিলাম। তবে তিনি বলছেন বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান’।
বিক্ষোভকারীদের সঙ্গে গলা মিলিয়ে তৃণমূল নেত্রী অনিমা বাউড়ি জানান, ‘এলাকার মানুষ জানতে পেরেছিলেন বিষ্ণুপুরে এসেছেন সৌমিত্র খাঁ। যাঁরা একশো দিনের কাজের টাকা পাননি, তাঁরা সাংসদের কাছে টাকা দাবি করতে এসেছেন। কারণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে তাঁকেই চেনেন স্থানীয়রা। এখন তিনি সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছেন’। যদিও এই ঘটনা নিয়ে সৌমিত্র খাঁয়ের পালটা যুক্তি, ‘সামনেই পঞ্চায়েত ভোট। তাই কেউ কেউ নেত্রী হতে চাইছেন। তাই তাঁদের আমার সঙ্গে বিক্ষোভে বসার আমন্ত্রণ জানাচ্ছি’।