বেশ কিছুদিন ধরেই চলছে ১০ বছরের পুরনো আধার কার্ডগুলি আপডেট করার কাজ। এই কাজের জন্য নির্ধারিত দিন ছিল গত ১৫ মার্চ ২০২৩ থেকে ১৪ জুন, অর্থাৎ, আজই সেই দিন শেষ হচ্ছে। এর মানে, এই নয় যে, এর পর আর আপডেট করা যাবে না। এর পরেও আপডেট করা যাবে। তবে, টাকা লাগবে।
প্রতিটি কারেকশন বা তথ্য সংযোজনের জন্য ৫০ টাকা করে লাগবে। অর্থাৎ, আজ, ১৪ জুনের মধ্যে কাজটি করে নিলে কোনও টাকা দিতে হবে না। মাই আধার পোর্টালে গিয়ে সংশোধন বা সংযোজনের এই কাজটি করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যেটি সংশোধন করতে চান সেই অপশনটি বেছে নিতে হবে। এরপর আপডেট আধার অনলাইনে ক্লিক করতে হবে।