তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজির বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরট (ইডি)-এর অভিযান ঘিরে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কে কংগ্রেসের সহযোগী দল ডিএমকের প্রধান তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।
সম্প্রতি সুপ্রিম কোর্ট টাকার বিনিময়ে চাকরির একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এবং ইডিকে তদন্তে অনুমতি দেয়। তার পর মঙ্গলবার সারা দিন ধরে ইডি তামিলনাড়ুর সচিবালয়, বালাজির দফতর এবং কারুরে তাঁর বাসভবনে তল্লাশি চালায়। প্রসঙ্গত, এমডিএমকে জমানায় পরিবহণমন্ত্রী ছিলেন বালাজি। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বালাজির ঠিকানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন। তার পরেই মঙ্গলবার তাঁর দুয়ারে পৌঁছে গেল ইডিও।
মঙ্গলবার ইডি যখন তাঁকে প্রশ্ন করছে, তখনই শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর ডিএমকে নেতা তথা রাজ্যের মন্ত্রী পিকে শেখর বাবু দাবি করেন, তিনি বালাজির উপর ‘অত্যাচারের চিহ্ন’ দেখতে পেয়েছেন। টিভিতে যে ছবি দেখানো হয়েছে সেখানেও বালাজিকে খুব একটা সুস্থ দেখতে লাগেনি অনেকেরই। শেখর বলেন, ‘ওঁকে আইসিইউতে রাখা হয়েছে। প্রায় অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল, এমনকি ওঁর নাম ধরে ডাকা হলেও সাড়া মিলছিল না। আপাতত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। ওঁর কানে কোনও সমস্যা হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, ওঁর ইসিজি রিপোর্টও ভাল নয়। এগুলিই তো অত্যাচারের চিহ্ন!’ হাসপাতালে বালাজিকে দেখতে যান তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতি, ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিনরাও।