কিছুদিন আগেই উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। যার ফলে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ যাত্রীর। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের দুর্ঘটনার কবলে ট্রেন। অন্ধ্রপ্রদেশের আনেকাপাল্লিতে লাইনচ্যুত মালগাড়ি। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের থাডি এবং আনাকাপাল্লি স্টেশনের মাঝখানে। ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। দীর্ঘক্ষণ এই রুটের সমস্ত ট্রেন থমকে যায়। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে একটি কয়লা বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার জেরে দক্ষিণ মধ্য রেলের তরফে মোট ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনম-লিঙ্গমপল্লী, বিশাখাপত্তনম-বিজয়ওয়ারা, বিজয়ওয়ারা-বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম-গুণ্টুর ট্রেনগুলি বাতিল করা হয়।
কেবলমাত্র বুধবারই নয়, বৃহস্পতিবারও লিঙ্গমপল্লী-বিশাখাপত্তনম এবং গুণ্টুর-বিশাখাপত্তনম এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে। ব্যাহত হয়েছে বিশাখাপত্তনম-সেকেন্দরাবাদ বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবাও। বুধবার ভোর ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। দুর্ঘটনার জেরে তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেনটি। স্বাভাবিকভাবেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।