চলতি মাসেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লুসি) নাম ঘোষণা করা হতে পারে। সোনিয়া ও রাহুলদের পাশাপাশি প্রিয়ঙ্কা গান্ধীকেও কমিটিতে রাখতে পারেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি কংগ্রেস সভাপতি হয়েছেন প্রায় নয় মাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও অ্যাডহক স্টিয়ারিং কমিটি দিয়ে কাজ চলছে।
সামনে চার রাজ্যের বিধানসভার ভোট। তারপর লোকসভার নির্বাচন। তাই পূর্ণাঙ্গ কংগ্রেস ওয়ার্কিং কমিটির নাম ঘোষণার তোড়জোড় শুরু হয়েছে। সভাপতি খাড়গে দফায় দফায় বৈঠক করছেন নেতাদের সঙ্গে। মাঝে একদিন তিনি সোনিয়া গান্ধীর বাড়ি গিয়ে এক দফা আলোচনা সেরে এসেছেন।
গান্ধীদের তিনজনকে কমিটিতে রাখা হচ্ছে জানার পর কংগ্রেসের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বিজেপি ফের পরিবারবাদের অস্ত্রে ধার দেওয়ার সুযোগ পেয়ে যাবে এর ফলে। আবার ভিন্ন মত হল, তিন গান্ধীই তাঁদের কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এখন আর পারিবারিক সূত্রে নয়, দক্ষতাতেই দলের শীর্ষ কমিটিতে স্থান পেতে পারেন। সোনিয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির আজীবন সদস্য রাখার সিদ্ধান্তও একই সঙ্গে ঘোষণা করা হবে।