নিত্যদিন মায়ের সঙ্গে ঝগড়া লেগেই থাকত। আস্তে আস্তে সহ্যের সীমা পার হচ্ছিল। অবশেষে রাগের বশে মাকে খুনই করে ফেললেন মেয়ে! এখানেই শেষ নয়, নিহত মায়ের দেহ সুটকেসে ভরে মহিলা নিজেই পৌঁছে গেলেন থানায়। ঘটনায় হতবাক বেঙ্গালুরু পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন ৩৯ বছর বয়সি ওই মহিলা। পেশায় ফিজিয়োথেরাপিস্ট মহিলার সঙ্গে তাঁর মায়ের নিত্য ঝগড়া, ঝামেলা চলত। সোমবার রাগের মাথায় তিনি মাকে খুন করেন। তার পর মায়ের দেহ সুটকেসে ভরে সোজা পৌঁছে যান বেঙ্গালুরুর একটি থানায়। পুলিশকে জানান, তিনিই মাকে খুন করেছেন। পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে।