ফের ভূ-কম্পনে ভারতে। কয়েক মাসের ব্যবধানে আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হল দিল্লী, পঞ্জাব, চন্ডীগড়, জম্মু-কাশ্মীর সহ বেশ কিছু জায়গায়। দুপুর ১.৩৬ মিনিট নাগাদ ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে মাত্রা ৫.৭। ভর দুুপুরে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লী, পঞ্জাব-সহ একাধিক জায়গায়। ভর দুপুরে হঠাৎ ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তা সাময়িক ছিল। তবে সুরক্ষার জন্য নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন দিল্লীবাসীরা।
পাশাপাশি, একই চিত্র দেখা গিয়েছে পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে। এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোও কোনও খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, গত ৩ বছরে একাধিক ভূমিকম্পের সাক্ষী থেকেছে রাজধানী দিল্লী। আর এই বছর ২১শে মার্চ দিল্লীতে ভূমিকম্প হয় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭। ২০২১ সালে ৬.৩ রিখটার স্কেলে কেঁপে উঠেছিল রাজধানী। তারপর, ২০২২ সালের ২২শে ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয়েছিল দিল্লীতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। এরপর ২০২২ সালে ১২ই নভেম্বর ভূমিকম্পের কেঁপে ওঠে দিল্লী। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪।