এবার টাকি রোডে প্রায় ৫৮০ কেজি ফুল বিছানো পথে প্রায় ৫০০ মিটার পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়।
সোমবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ৪৭তম দিনে বেলা ৩টের সময় বারাসত কাছারি মাঠ থেকে অভিষেক বের হওয়ার সময় প্রথমে তাঁকে সংবর্ধনা দেন বারাসত পুর এলাকার নেতৃত্ববৃন্দ। এরপর র্যালি চাপাড়ালি মোড় হয়ে টাকি রোড ধরে বসিরহাটের দিকে এগোতে থাকে। অভিষেককে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে হাজির ছিলের দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ। দলীয় পতাকা, অভিষেকের ছবি লাগানো ব্যানার হাতে রাস্তার দুই ধারের মানুষের স্লোগানের মধ্য দিয়েই এগোতে থাকে নবজোয়ার যাত্রা।
কদম্বগাছি এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার। আধ ঘণ্টার মধ্যে র্যালি পৌঁছায় শাসনের গোলাবাড়ি বাজার। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, সুজিত বসু, বিধায়ক হাজি নুরুল ইসলাম-সহ হাজারো তৃণমূলের কর্মীরা। তখন কিছুটা পথ গাড়িতে উঠেই রোড শো করেন অভিষেক।
বেড়াচাপা চৌমাথার কিছুটা আগে থেকে ৫০০ মিটার রাস্তায় দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের উদ্যোগে বিছানো হয়েছিল ৫৮০ কেজি হরেক রকম ফুল। তেরঙ্গা বেলুন, দলীয় পতাকা, অভিষেকের ছবির কাটআউট দিয়ে সাজানো হয়েছিল এলাকা। বিকেল ৪টে নাগাদ নবজোয়ার র্যালি সেখানে পৌঁছাতেই অপেক্ষারত মানুষের আবেগ বুঝেই গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। ডেকে নেন ব্লক তৃণমূলের সভাপতিকে। তাঁকে নিয়েই ফুল বিছানো ৫০০ মিটার পথ হেঁটে জনসংযোগ করেন।