এতদিন পর্যন্ত পঞ্চায়েত স্তরে দলের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রতীক বিতরণ সব দায়িত্বই থাকত ব্লক বা জেলার নেতাদের ওপর। তব্র পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে কোনওরকম ঝামেলা চায় না দল। আর তাই অভিনব কৌশল নিচ্ছে তৃণমূল। মনোনয়ন পর্ব থেকে প্রতীক বিতরণ— সব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের রাজ্য নেতাদের পাঠানো হচ্ছে জেলায় জেলায়।
যেমন কুণাল ঘোষ যাচ্ছেন পূর্ব মেদিনীপুর, ফিরহাদ হাকিম যাচ্ছেন মালদহ, মুর্শিদাবাদ। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন প্রতীক বিতরণের জন্য যাচ্ছেন হুগলিতে। দক্ষিণ ২৪ পরগণার নেতা শুভাশিস চক্রবর্তী প্রতীক বিতরণের জন্য যাচ্ছেন হাওড়ায়। আবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগণায়। এছাড়া, মনোনয়নের জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কোচবিহার, তাপস রায় যাচ্ছেন জলপাইগুড়ি, জয়প্রকাশ মজুমদার যাচ্ছেন ঝাড়গ্রাম।