বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান।
এবার স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শিলিগুড়ি পৌরনিগম। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুন ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। জানা গিয়েছে, যাঁরা আইনে স্নাতক তাঁরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। থাকতে হবে সিভিল মামলা লড়ার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। স্পেশ্যাল ডিউটি (লিগ্যাল) পদে চাকরি যিনি পাবেন তিনি প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।