অনন্য রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত রাখল তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার খড়গপুর এক নম্বর ব্লক অফিসে তৃণমূল কর্মীরা বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলালেন। তাঁর হাতে ঠান্ডা জলের বোতলও তুলে দেওয়া হয়।খড়গপুর এক নম্বর ব্লক অফিসে এদিন বেলা ১১ টা থেকে বিজেপির পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে যান দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এরপর ফেরার পথে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়ে জায় তৃণমূল কর্মী সমর্থকদের। তাঁরাও প্রার্থীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন। বিজেপি নেতাকে দেখেই তৃণমূল কর্মীরা মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। দিলীপকে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। দিলীপ ঘোষকে তৃণমূল নেতারা ঠান্ডা জল এবং ওআরএস দেন। তৃণমূল নেতাদের ধন্যবাদও দেন দিলীপ। স্থানীয় তৃণমূল নেতা শক্তি পাল বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি।