‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ব্যস্ত। তাই হাজিরা দেওয়া সম্ভব নয়। ইডিকে চিঠি দিয়ে একথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ইডি তলব করেছিল তাঁকে।
মঙ্গলবার ইডি’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে উদ্দেশ্য করে চিঠি লেখেন অভিষেক। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপাতত দলীয় কাজে কলকাতার বাইরে রয়েছেন। এছাড়া আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত। সেই সমস্ত কাজ ছেড়ে ইডি’র কাছে হাজিরা দেওয়া সম্ভব নয়। এছাড়া তাঁকে তলবের উদ্দেশ্য ঠিক কী, সে বিষয়ে চিঠিতে প্রশ্ন করা হয়। তবে তদন্তে সবরকমভাবে সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
অভিষেক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট না মেটা পর্যন্ত তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস পাঠিয়েছিল, সেদিন নবজোয়ার কর্মসূচিতে নদিয়া জেলায় ছিলেন তিনি।
সেখান থেকেই অভিষেক বলেছিলেন, ‘নবজোয়ার নষ্ট করতে চাইছে বিজেপি। আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। নবজোয়ারের যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে ততবার যেতে হবে। আগেই অনুরোধ করেছিলাম যাত্রার মাঝে না ডাকতে। ইডিরও বাধ্যবাধ্যকতা রয়েছে। ওদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই’।