গতকাল, সোমবার ছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন। আর সেদিন দক্ষিণ ২৪ পরগনার বজবজ ১-নম্বর বিডিও অফিসের সামনে মনোনয়নপত্র জমা দিয়ে বিজয় উৎসব পালন করলেন পঞ্চায়েত সমিতির অন্তর্গত তৃণমূল কর্মী-সমর্থকরা। গতকাল সকাল থেকেই বিডিও অফিসের পার্শ্ববর্তী ময়দানে শাসকদলের প্রার্থী সহ কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। অন্যদিকে, মনোনয়নের তৃতীয় দিনে দেখা যায়নি কোনও বিরোধী দলের প্রার্থীকে ।
সূত্র মারফত জানা গিয়েছে, মনোনয়নের প্রথম দিনেই বিজেপি বেশ কয়েকটি মনোনয়ন জমা দেওয়ার জন্য আবেদন পত্র তুলে নিয়ে গেলেও তা শেষ পর্যন্ত জমা দেয়নি। বজবজ ১-নম্বর ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী জানান, তৃণমূলের মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। বিডিও অফিসের ভিতরে পুলিশি নিরাপত্তাও ছিল যথেষ্ট।