কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। আবারও নতুন করে অশান্তি দানা বেঁধেছে ‘ডবল ইঞ্জিন’ সরকার শাসিত এই রাজ্যে। আর তার জেরে সেখানে এখনও পর্যন্ত ২৫৩টি চার্চে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৮০টি পুরোপুরি ভস্মীভূত বলে কুকি জনজাতির একাধিক সংগঠনের বলে অভিযোগ। দ্য ইন্ডিজেনিয়াস ট্রাইবাল লিডার্স ফোরামের পক্ষ থেকে রাজ্যপালের হাতে চার পাতার স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। তাতেই অভিযোগ করা হয়েছে, চলতি অশান্তিতে মণিপুরে ২৫৩টি চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে, কংগ্রেস ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নীরবতা ভেঙে মণিপুর নিয়ে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে। দলের জনসংযোগ বিভাগের প্রধান জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আমরা মন কি বাত এর একশো পর্ব শুনেছি। এবার মণিপুর কি বাত শুরু হোক।’ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর নীরবতা নজিরবিহীন। কংগ্রেস প্রশ্ন তুলেছে কেন ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে রা কাড়ছেন না প্রধানমন্ত্রী। কংগ্রেসের দাবি মণিপুরে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে। আসলে মণিপুরে গোলমাল শুরুর ৪৪ দিন পরও প্রধানমন্ত্রী একটি শব্দও উচ্চারণ করেননি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এ পর্যন্ত গৃহীত কোনও পদক্ষেপই কাজে আসেনি। একদিন শান্ত থাকার পর সোমবার ফের একজন নিহত হয়েছেন। কুকিদের দাবি নিহত ব্যক্তি তাদের সম্প্রদায়ের মানুষ। এ পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৯। ঘরছাড়া প্রায় ৫০ হাজার পরিবার।