কর্ণাটক মডেলেই ভোটমুখী মধ্যপ্রদেশে প্রচারে কংগ্রেস। প্রচারে নেমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ এর অনুকরণে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক দেড় হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে প্রথমদিন প্রচারে গিয়েই ঘোষণা করেন তিনি।
কর্ণাটকে বিজেপিকে গোহারা হারিয়ে জিতেছে কংগ্রেস। তারপরই মিশন মধ্যপ্রদেশে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রচারের অগ্রভাগে রয়েছেন খোদ প্রিয়াঙ্কা। কর্নাটকের ভোট প্রচারে কংগ্রেস বেশ কিছু সামাজিক প্রকল্পের ঘোষণা করেছিল। অনেকে মনে করেন, সেই সব প্রতিশ্রুতি নির্বাচনে কার্যকরী ভূমিকা নিয়েছে। সেই ধাঁচেই মধ্যপ্রদেশে প্রথম দফার নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে দিল কংগ্রেস। যা অনেকটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ।
প্রিয়াঙ্কা ঘোষণা করেছেন, কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরলে মহিলাদের মাসে ১,৫০০ টাকা করে দেবে। রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে ভরতুকি মূল্যে। মাসে একটি সিলিন্ডার ৫০০ টাকায় পাওয়া যাবে। সেই সঙ্গে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনও মাশুল দিতে হবে না।