সামনেই পঞ্চায়েত নির্বাচন সারা বাংলাজুড়ে। তুঙ্গে রাজনীতির পারদ। আর ভোট-পূর্ববর্তী এহেন আবহে ফের বড়সড় অস্বস্তির সম্মুখীন হল বঙ্গ বিজেপি। আচমকাই ফেরার রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী! কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেছিলেন মুকুটমণি অধিকারী। ২৮শে মে বিয়ে উপলক্ষ্যে পাত্রীর পিকনিক গার্ডেনের বাড়িতে উপস্থিত হন দুই পরিবারের সদস্যরা। অথচ অভিযোগ, বিয়ের ঠিক পর দিন থেকেই নাকি স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেন বিজেপি বিধায়ক। এমনকী নিজের স্ত্রীকে তিনি সামাজিক স্বীকৃতি দিতেও অস্বীকার করেন বলেও অভিযোগ উঠেছে।
পাশাপাশি শোনা যাচ্ছে, স্ত্রীর কাছ থেকে মুকুটমণি ১ কোটি টাকা দাবি করেছেন। তাই বিধায়কের বিরুদ্ধে ৭ই জুন তিলজলা থানায় এফআইআর দায়ের করেন স্বস্তিকা ভুবনেশ্বরী। স্ত্রী স্বস্তিকা নাকি মোট ৬টি ধারায় অভিযোগ দায়ের করেছেন মুকুটমণির বিরুদ্ধে যার মধ্যে রয়েছে বধূ নির্যাতন, জোর করে টাকা আদায়, বিশ্বাসভঙ্গ, আটকে রাখা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ। তার পর থেকেই নাকি অন্তরালে মুকুটমণি। তবে এ ব্যাপারে মুকুটমণির পরিবারের কারও সঙ্গেও কথা বলা যায়নি। কেউই ফোন ধরছেন না। বিজেপির রাজ্য নেতৃত্বও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তবে এই ঘটনা যে ভোটের আগে পদ্মশিবিরকে বাড়তি বিপাকে ফেলবে, তা বলাই বাহুল্য।