মনোনয়ন পর্বে গতি আনতে চান তিনি। তাই দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বনগাঁ ও হাবরায় জনসংযোগ যাত্রার কর্মসূচি শেষ করার পর রাতে বারাসাত কাছারি ময়দানের তাঁবুতে পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দেন। প্সঙ্গত, অভিষেকের নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারও দক্ষিণ ২৪ পরগনা জেলারই অন্তর্গত।
আপাতত রাজ্যের সবচেয়ে বড় জেলা দক্ষিণ ২৪ পরগনা। প্রশাসনিকভাবে এই জেলার বিভাজন হলেও এখনও জেলা পরিষদ একটিই রয়েছে। গোটা জেলায় রয়েছে মোট ৮৫টি জেলা পরিষদ আসন, ২৯টি পঞ্চায়েত সমিতি এবং ৩১০টি গ্রাম পঞ্চায়েত। গত ৯ জুন থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হয়ে গেলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় মনোনয়ন জমা দিতে পারেননি তৃণমূলের প্রার্থীরা। সোমবার থেকে যাতে দলের প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েতে নিজেদের মনোনয়ন জমা দিতে পারেন, সেই লক্ষ্যেই রবিবার বৈঠকে বসেছিলেন অভিষেক।
দলীয় স্তরে প্রার্থী চয়নের ভোটের আগেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে বলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বকে নিজেদের প্রার্থী তালিকা তৈরি করতে নির্দেশ দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, সেই তালিকাই রবিবার রাতে অনুমোদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।