বিদেশে গিয়ে দেশের অপমান করার ‘প্রথা’ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। বিদেশমন্ত্রী এস জয়শংকরের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে এই কথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। প্রসঙ্গত, মার্কিন সফরে গিয়ে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন রাহুল গান্ধী। সেই আচরণের বিরোধিতায় সরব হন বিদেশমন্ত্রী। তাঁকে পালটা দিয়ে বৃহস্পতিবার মুখ খোলে কংগ্রেস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শংকর বলেন, ‘বিদেশে গেলেই ভারতের নিন্দা করা রাহুল গান্ধীর স্বভাব হয়ে গিয়েছে। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা দেখছে সঠিকভাবে নির্বাচন হচ্ছে। একেক সময়ে একেকটি দল জেতে। সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সেটা দেশে থেকেই করা যায়। কিন্তু সেই অভিযোগ যদি ভিত্তিহীন হয়, তখনই সেটা বিদেশে নিয়ে যাওয়ার দরকার পড়ে। তারা ভাবে বিদেশিরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে’।
বিদেশমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পালটা দেয় কংগ্রেস। টুইট করে জয়রাম রমেশ বলেন, ‘যিনি আপনাকে মন্ত্রী বানিয়েছেন, তিনিই আসলে বিদেশে গিয়ে ভারতের নিন্দা করার প্রথা শুরু করেছেন। আপনি সেটা জেনেও মেনে নিতে পারেন না মন্ত্রীমশাই’। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘দেশের প্রাক্তন সরকারকে নিয়ে মস্করা করেন প্রধানমন্ত্রী। ৭০ বছরের ইতিহাস নিয়ে হালকাভাবে মন্তব্য করেন। কিন্তু রাহুল গান্ধী সত্যি কথা বলেন। গণতান্ত্রিক সংগঠনের উপর লাগাতার হামলা চলছে, সেটাই তুলে ধরেছেন’।