মোদী সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিল রাজধানীর উচ্চ আদালত। বৃহস্পতিবার দিল্লী হাই কোর্ট স্পষ্ট জানাল, এদেশে হজযাত্রা এক ধর্মীয় আচরণ। এবং তা ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত। একাধিক হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল ঘোষণা করেছিল মোদী সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় বহু সংগঠন। সেই মামলারই শুনানি চলাকালীন একথা জানায় বিচারপতি চন্দ্রধারী সিংয়ের সিঙ্গল বেঞ্চ। সেই সঙ্গেই মোদী সরকারের এই সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশও দিল আদালত। স্বভাবতই হাজার হাজার হজযাত্রীর মনে ফিরল স্বস্তি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫শে মার্চ ‘হজ কোটা বরাদ্দের একত্রিত তালিকা’র মাধ্যমে ২০২৩ সালের হজযাত্রার জন্য কেন্দ্র ১৩টিরও বেশি হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল করে দেয়। এদিন শুনানির সময় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের আইনজীবী দাবি করেন, ওই সংগঠনগুলি তথ্যবিকৃতি ঘটিয়েছে। এরপর কেন্দ্রের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল আদালত। “হজযাত্রা শুধু ছুটির দিন নয়, ধর্ম ও বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম যা তাদের মৌলিক অধিকার। এই আদালত হজযাত্রীদের অধিকারের রক্ষক হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে”, জানান বিচারপতি চন্দ্রধারী সিংহ।