কেরলের ওয়ানাড লোকসভা আসনের উপনির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু ভোটগ্রহণের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে। মঙ্গলবার সেখানে সমস্ত ইভিএম পরীক্ষা করা হয়েছে। বুধবার সব রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল মক পোলের জন্য। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সমান সংখ্যায় ভোট দেন। যাতে ভোটের ফল গণনা করে নিশ্চিত হওয়া যায় ইভিএম ঠিকঠাক জায়গায় আছে কিনা।
কমিশনের এই সিদ্ধান্তে বিস্মিত এবং ক্ষুব্ধ কংগ্রেস বুধবার বহু বুথে মক পোলে অংশ নেয়নি। আপত্তি তুলেছে সিপিএমও। কারণ, ওয়ানাডে ভোটের জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। এদিকে, রাহুল এখনও সাজামুক্ত হননি। তিনি জামিনে মুক্ত বটে। তাঁর সাজামুক্তির আবেদন আদালতের বিচারাধীন। প্রাক্তন কংগ্রেস সভাপতি সাজা মুক্তির আগে ওয়ানাডে উপনির্বাচন হয়ে গেলে তিনি সেখানে প্রার্থী হতে পারবেন না।
ওয়ানাড লোকসভাটি ওয়ানাড, কোঝিকোড় ও মাল্লাপুরম জেলার মধ্যে অবস্থিত। তবে ভোট পরিচালনার দায়িত্বে আছেন ওয়ানাডের জেলা শাসক। তিনি মক পোলের বিষয়ে শুধু বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশেই এই সিদ্ধান্ত। যদিও গত ২৯ মার্চ কর্নাটক বিধানসভার ভোট ঘোষণার দিনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ওয়ানাডের উপনির্বাচন নিয়ে বলেছিলেন, এত তাড়াহুড়োর কী আছে! ওখানে উপনির্বাচনের জন্য অনেক সময় আছে। রাহুল তখন গুজরাতের সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জেলা আদালতে লড়াই চালাচ্ছিলেন। তারপর গুজরাত হাইকোর্টও তাঁর আর্জি ফিরিয়ে দিলে ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন।