বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শুরুটা ভাল করলেও প্রথম দিনের শেষে নিষ্প্রভই রইল ভারত। কার্যত চালকের আসনে অজি-বাহিনী। বুধবার স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের ব্যাটিংয়ের দাপটে নাজেহাল হলেন রোহিতরা। প্রথম দিনেই ৩ উইকেটে ৩২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্মিথ ও হেড যথাক্রমে ৯৫ ও ১৪৬ রান করে অপরাজিত রয়েছেন। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ওপেনার উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপরেই ম্যাচের রাশ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে ৬৯ রানের জুটি গড়েন। দুজনে আউট হলেও একেবারেই সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। লাবুশানে আউট হতেই ক্রিজে আসেন ট্র্যাভিস হেড। শুরু থেকেই একেবারে ঝোড়ো মেজাজে ব্যাটিং শুরু করেন। মাত্র ৬০ বলে হাফসেঞ্চুরি হাঁকান তিনি।
এদিন চতুর্থ উইকেটে ২৫১ রানের পার্টনারশিপ গড়েছেন স্মিথ ও হেড। ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল যথেষ্ট হতাশাজনক। একটি করে উইকেট গিয়েছে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও শার্দূল ঠাকুরের ঝুলিতে। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে বাদ দিয়েই কেন দল গড়া হল, তা নিয়ে টসের সময়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। ওভালের পিচে পরের দিকে বল ঘুরতে পারে, তা জেনেও কেবল রবীন্দ্র জাদেজার উপর ভরসা রাখল দল। নতুন বলে নিয়ন্ত্রিত বোলিং করলেও সেভাবে সুইং করাতে পারেননি ভারতের পেসাররা।