রাজ্যজুড়ে অব্যাহত তাপপ্রবাহ। তীব্র গরমে হাঁসফাস করতে বাংলাবাসী। এমন আবহের মধ্যেই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। জানিয়ে দিল, এবছর দেরিতে হলেও সপ্তাহান্তেই বাংলায় প্রবেশ করছে বর্ষা। আগামী রবিবার, ১১ই জুন, উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা ঢুকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওইদিন থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, তার আভাস মেলেনি এখনও।
প্রসঙ্গত, এমনিতে প্রতিবছর ১০ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যায়। কিন্তু এবছর তা হচ্ছে না। তবে রবিবার থেকে গরম কমতে পারে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলিতে। এমনকী প্রাক বর্ষার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলির তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার নাম। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার মতো জেলাগুলিতে এখনই গরম কমছে না। পাশাপাশি তাপপ্রবাহও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। বর্ষা যতদিন না দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, ততদিন এই অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে জারি থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।