এ যেন মগের মুলুক! ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ‘অপরাধে’ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পাথর ছোড়া হল দলিত যুবককে! জানা গিয়েছে, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন ওই দলিত যুবক। পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধির এই ‘আস্পর্ধা’ সহ্য হয়নি গ্রামের ওবিসি সম্প্রদায়ের বাসিন্দাদের। বার বার ঘোড়া থেকে নামার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি সেই নির্দেশ মানতে অস্বীকার করায় বরযাত্রীদের ওপর ছোড়া হল পাথর। আর সেই পাথর বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রাণভয়ে ছুটে পালালেন বরযাত্রীরা। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ছুটে এসেছিল পুলিশ। কিন্তু হামলাকারীদের আক্রমণের মুখে পড়ে তাদেরও পিছু হঠতে হয়। এমনকী হামলাকারীদের ছোড়া পাথরে আহত হন তিন পুলিশ কর্মী।
সোমবার সন্ধ্যায় লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার চৌরাইয়ে। ছাতারপুরের পুলিশ সুপার অমিত সাঙ্ঘি জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যায় বরযাত্রীদের নিয়ে চৌরাই থেকে সাগর জেলার শাহগড়ে বিয়ে করতে যাচ্ছিলেন এক দলিত যুবক। নিজের সাধ পূরণে ঘোড়ায় চড়েছিলেন ওই দলিত যুবক। পথের মধ্যেই ওবিসি সম্প্রদায়ের প্রায় ৫০ জনের একটি দল বরযাত্রীদের পথ আগলে দাঁড়ায়। বরবেশী দলিত যুবককে ঘোড়া থেকে নামার নির্দেশ দেয় তারা। কিন্তু সেই নির্দেশ মানতে চাননি ওই যুবক। আর তাতেই বেজায় খাপ্পা হয়ে বরযাত্রীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন ওবিসি সম্প্রদায়ের লোকজন। পাথর বৃষ্টির মুখে প্রাণ বাঁচাতে ছুটে পালায় বরযাত্রীরা।