করমণ্ডল-দুর্ঘটনার বিভীষিকা এখনও কাটেনি। তার মধ্যেই ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা হল উড়িষ্যায়। এবার মালগাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের৷ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে জাজপুরে৷ হঠাৎই প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন ৪ শ্রমিক ৷ কিন্তু প্রবল ঝড়ে আচমকাই মালগাড়িটি গড়িয়ে যেতে শুরু করে৷ তখনই তাঁর চাকার নীচে পিষ্ট হন তাঁরা৷ এর জেরে মাঝপথেই দীর্ঘক্ষণ আটকে থাকল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷
পাশাপাশি, এদিকে বুধবার হাওড়া স্টেশন ছাড়ার কিছু ক্ষণ পর হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে বিকেল সাড়ে ৫টা থেকে ট্রেনটি বামনগাছির কাছে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার পর আজ আবার শালিমার থেকে চলতে শুরু করা করমণ্ডল এক্সপ্রেসেও হালকা সমস্যা হয়। শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বন্ধ হয়ে যায় বাতানুকূল কামরার এসি।