রেল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা অভিষেক বন্দোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘রেল দুর্ঘটনা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আচ্ছে দিনের নাম করে এরা, আর এদিকে একের পর এক মৃত্যু মিছিল। নোটবন্দি থেকে লকডাউন, একের পর এক অপরিকল্পিত সিদ্ধান্ত।’
তাঁর প্রশ্ন, ‘গত পরশু কী দেখলেন? তিন ট্রেন এমনভাবে একে অপরকে ধাক্কা মেরেছে, ৩০০ জন নিরপরাধ মানুষ মারা গেল। আমরা মনে করি, রেল যাত্রা দেশের নিরাপদ। বন্দেভারত উদ্বোধন হলেই সবুজ পতাকা নাড়তে চলে যান। আর এমন ঘটনা ঘটলে তার দায়িত্ব কেন নেবেন না? আজ লোক দেখিয়ে বলেছে সিবিআই তদন্ত সুপারিশ করেছে। যার গ্রেফতার হওয়ার কথা, যার ইস্তফা দেওয়ার কথা, সে আবার বলছে সিবিআই তদন্ত৷’
রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীও বলেন, ‘বালেশ্বরে দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাংলার ৬২ জনের মৃত্যু হয়েছে। ১৮২ জনকে এখনও শনাক্ত করা যায়নি’। পাশাপাশি প্রশ্ন তোলেন রেলের ভূমিকা নিয়েও। ‘আমি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিসন ডিভাইস লাগাই। অ্যান্টি কলিশন ডিভাইসের কোনও কৃতিত্ব নেই দেশের বর্তমান সরকারের। রেল যাত্রীদের সুরক্ষার জন্য কিছুই করেনি কেন্দ্রীয় সরকার । আমি যখন রেলমন্ত্রী ছিলাম তার আগে লেভেল ক্রসিংয়ে ম্যান ছিল না। আমরা ম্যানের ব্যবস্থা করি। আমরা অ্যান্টি কলিশন ডিভাইস সিস্টেম করার পর থেকে দুর্ঘটনা কমে গিয়েছে। বরেলের জন্য এখন কিছু করা হচ্ছে না। ডাল মে কুছ কালা হ্যায়। মৃতের সংখ্যা আমাদের কাছে বাড়ছে। ওদের কমছে।’ চিকিৎসায় গাফিলতি থেকে আর্থিক ক্ষতিপূরণ- সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।