সদ্যই বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। তিনটি ট্রেনের সংঘর্ষে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উড়িষ্যার বালেশ্বর। সেই ক্ষত এখনও টাটকা। এরই মধ্যে এবার বিপর্যয় ঘটে গেল বিহারে। ভাগলপুরে হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি সেতু। এখনও অবশ্য হতাহতের খবর মেলেনি। তবে সেতুর পিলার ভেঙে দুর্ঘটনার ভিডিওটি ভাইরাল। তা দেখেই শিউরে উঠছেন সকলে।
জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভাগলপুরে আগুইয়ানি-সুলতানগঞ্জ সংযোগকারী নির্মীয়মাণ সেতুটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, কয়েক সেকেন্ড পর গোটা সেতুটিই ভেঙে গঙ্গায় তলিয়ে যায়। নির্মীয়মাণ সেতুর তিনটি পিলার ভেঙে এত বড় বিপর্যয় ঘটে গেল বলে মনে করা হচ্ছে। সেতু ভেঙে পড়ার সময় গঙ্গার পাড়ে মানুষজন ছিলেন। তাঁরাই বিপর্যয়ের মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। আর সেই ভিডিওয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
